ছবি: সংগৃহীত
চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালু হওয়ার আভাস দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে।
সূত্র জানায়, জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর জন্য বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নে বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে প্রস্তুতি সম্পন্ন রেখে নির্বাচিত সরকার যেন দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, সে লক্ষ্যেই এই আগাম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পে-কমিশনের প্রতিবেদন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশন শিগগিরই তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে যাচ্ছে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সপ্তাহের মধ্যেই পে-কমিশনের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো ঘিরে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। এখন সবার নজর পে-কমিশনের চূড়ান্ত সুপারিশ ও সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
