ছবি: সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য গ্রীনকার্ডের আবেদন করেছিলেন। তবে তাদের আবেদনে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ বাড়তি তথ্য–উপাত্তের অভাবে সাড়া না দেয়ায় আবেদনটি এই মুহূর্তে প্রত্যাখ্যাত হয়েছে।
শাহরিয়ার নাজিম জয় গণমাধ্যমকে বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন নীতি বর্তমানে কঠোর। আমাদের ফাইল যাচাই–বাছাইয়ের পর কিছু অতিরিক্ত তথ্য–উপাত্ত প্রয়োজন ছিল। সেগুলো সময়মতো জমা দিতে না পারায় গ্রিনকার্ড হয়নি। তবে এটি চূড়ান্ত নয়, পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে।”
জানা গেছে, মাহি ও জয় ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এ ছাড়া গত দেড় বছরে দেশের বেশ কিছু চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজকও যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন; যার মধ্যে কারও কারও আবেদন সফল হয়েছে, আবার কারও কারও হয়নি।
