ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর থিম সং প্রকাশের ধারাবাহিকতায় গান উন্মোচন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে আনুষ্ঠানিকভাবে থিম সংটি প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতারা।
‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের গানটিতে নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিন, উৎসব-পার্বণ এবং ধর্মীয় সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়েছে।
গানটিতে কয়েকজন সংগীতশিল্পী কণ্ঠ দিলেও তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। একইভাবে গানটির গীতিকার ও সুরকারের নামও জানানো হয়নি। শিল্পীদের অনুরোধে এসব তথ্য গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে দলটি।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, ‘গানটি নিয়ে আমরা আর কোনো তথ্য প্রকাশ করতে পারছি না। শিল্পীরা তাঁদের নাম প্রকাশ করতে চান না। তাঁদের অনুরোধকে সম্মান জানিয়েই আমরা পরিচয় প্রকাশ করিনি।’
বিষয়টি সম্পর্কে জানতে দলের নির্বাচনী প্রচার কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে কমিটির সদস্য জুবায়ের হোসেনও একই কথা জানান। তিনি বলেন, ‘শিল্পীরা পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক।’ তবে তিনি দাবি করেন, দেশের প্রথম সারির কয়েকজন সংগীতশিল্পী এই গানে কণ্ঠ দিয়েছেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গান তৈরি করা সম্ভব- এ বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপির দুই নেতা নিশ্চিত করেন, গানটি সম্পূর্ণভাবে মানবসৃষ্ট। এতে কোনো ধরনের এআই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়নি।
নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপিও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে এই থিম সং প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
