শিরোনাম
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের

https://www.emjanews.com/

13305

entertainment

প্রকাশিত

২৪ জানুয়ারী ২০২৬ ২২:৪১

বিনোদন

৪০ কোটি রুপির তামাকের বিজ্ঞাপন. সুনীল শেঠির ‘না’

প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ২২:৪১

ছবি: সুনীল শেঠি

বলিউডে তামাক ও পানমশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগে বহু নামী তারকাকেই এসব পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে, যা নিয়ে সমালোচনাও হয়েছে ব্যাপক। তবে এবার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেঠি জানান, একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের জন্য তাকে প্রায় ৪০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিপুল অঙ্কের অর্থের লোভ উপেক্ষা করে নিজের নীতি, স্বাস্থ্যবোধ এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে সুনীল শেঠি বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই আমাকে সুনীল শেঠি বানিয়েছে এবং চলচ্চিত্র জগতে জায়গা করে দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে নিজের সঙ্গেই অবিচার করা হবে। হয়তো আজ আমি বক্স অফিসে আগের মতো প্রাসঙ্গিক নই, কিন্তু এখনো ১৭ থেকে ২০ বছর বয়সিরা আমাকে সম্মান ও ভালোবাসা দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাকে ৪০ কোটি রুপির একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তখনই জিজ্ঞেস করেছিলাম-আপনারা কি সত্যিই মনে করেন আমি এতে রাজি হব? আমি এমন কোনো কাজ করতে পারি না, যা আমার সন্তান আহান, আথিয়া বা রাহুলের ওপর খারাপ প্রভাব ফেলবে।’

সুনীল শেঠির ভাষ্য অনুযায়ী, ওই প্রস্তাব প্রত্যাখ্যানের পর আর কোনো তামাক বা পানমশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকে এ ধরনের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়ার সাহস পায়নি।

তার এই সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন ভক্ত ও অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সুনীল শেঠির এই অবস্থানকে প্রশংসনীয় ও দায়িত্বশীল আচরণ বলে মন্তব্য করছেন।