শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5536

national

প্রকাশিত

২২ মে ২০২৫ ১৪:৪১

আপডেট

২২ মে ২০২৫ ১৫:১৮

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নার্স পদে ৪১ জন নিয়োগ: আবেদন শুরু ২৪ মে

প্রকাশ: ২২ মে ২০২৫ ১৪:৪১

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ‘সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স’ পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এ পদে সরাসরি নিয়োগের জন্য দেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করেছে অধিদপ্তর। 

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৪১টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা, যা সরকার নির্ধারিত ১৩তম গ্রেডে পড়বে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স ২৪ মে ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ কোটাভুক্ত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আগ্রহী প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরুর সময়: ২৪ মে ২০২৫, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫, বিকেল ৫টা

আবেদন সাবমিটের পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষা পাস করা প্রার্থীদের মূল সনদপত্র, সত্যায়িত কপি, ২০ কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং Application Form-এর প্রিন্ট কপি সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় সরকারের কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ও নীতিমালা অনুসরণ করা হবে

আবেদনকারীর প্রদত্ত কোনো তথ্য মিথ্যা, জাল বা ভুয়া প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যেকোনো পরিবর্তন/সংশোধনের জন্য নিয়মিতভাবে www.dnc.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

নাগরিকত্ব প্রমাণে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সনদপত্র বাধ্যতামূলক

কোটাধারী প্রার্থীদের (মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) উপযুক্ত সনদপত্র দাখিল করতে হবে

নিয়োগ কার্যক্রমে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।