শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7683

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৪:১১

আপডেট

২৬ জুলাই ২০২৫ ১৪:৫৫

সিলেট

সিলেটে সীমাহীন লোডশেডিং

১০ দিন ধরে বন্ধ কুমারগাঁও পাওয়ার স্টেশন।

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৪:১১

ছবি: সংগৃহিত।

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় বিদ্যুতের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্টেশনটি টানা ১০ দিন ধরে বন্ধ থাকায় নগরজুড়ে দেখা দিয়েছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, পাওয়ার স্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। যেহেতু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই কবে নাগাদ এটি মেরামত হয়ে পুনরায় চালু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ‘সিলেটে আমাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কার্যত নেই। পুরোপুরি জাতীয় গ্রিডের ওপর নির্ভর করতে হয়। তার ওপর লো-ভোল্টেজ সমস্যাও যুক্ত হয়েছে।’

তবে পাওয়ার স্টেশন বন্ধের প্রকৃত কারণ নিয়ে বিভিন্নমুখী বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির কারণে, কেউ বলছেন এটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘পাওয়ার স্টেশনে বড় কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এটি মূলত রক্ষণাবেক্ষণের কারণেই বন্ধ রয়েছে।’

এদিকে সিলেট মহানগরীর পাঁচটি বিদ্যুৎ বিভাগের অধীন ১৩টি সাবস্টেশন অতিরিক্ত চাপে পড়েছে। গরম বাড়ার কারণে ফিউজ ও তার ছিঁড়ে যাওয়ার ঘটনা বেড়েছে, দেখা দিয়েছে ভোল্টেজ ড্রপের সমস্যাও।

বিউবো কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সিলেট অঞ্চলে প্রায় ৩৩ শতাংশ বিদ্যুৎ ঘাটতি ছিল।

সিলেট বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বলেন, ‘আমাদের হাতে বিদ্যুৎ নেই। ঢাকা থেকে যখন-তখন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো সিস্টেমে ফ্রিকোয়েন্সি ডাউন হয়। ঢাকার সিদ্ধান্ত সিলেটের বাস্তবতায় ভয়াবহ প্রভাব ফেলছে।’

বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। কেউ কেউ ক্ষোভে বিদ্যুৎ কর্মকর্তাদের ফোনে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে।