শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5880

international

প্রকাশিত

০১ জুন ২০২৫ ২০:৫৯

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ১,১৯৪ অভিবাসন প্রত্যাশী

২০২৫ সালে একদিনে সর্বোচ্চ রেকর্ড

প্রকাশ: ০১ জুন ২০২৫ ২০:৫৯

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক: শনিবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় ১,১৯৪ জন অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৫ সালে একদিনে সর্বোচ্চ আগমনের রেকর্ড।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এএফপি জানায়, চলতি বছর চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮০৮ জনে, যা এ বছরের এ পর্যন্ত সর্বোচ্চ। ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার এ প্রবণতা রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এই সংখ্যাকে “চমকে দেওয়ার মতো” বলে মন্তব্য করেছেন। তবে এটি এখনো ২০২২ সালের সেপ্টেম্বরের রেকর্ড- একদিনে ১,৩০০ অভিবাসী আগমনের চেয়ে কিছুটা কম।

বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ঘোষিত নতুন অভিবাসন নীতিতে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা দ্বিগুণ করা হয়েছে এবং বিদেশি অপরাধীদের বিতাড়নের ক্ষমতা বাড়ানো হয়েছে।

এই পদক্ষেপগুলো কট্টর ডানপন্থী রিফর্ম পার্টির জনপ্রিয়তা রুখতে এবং অভিবাসন ইস্যুতে ভোটারদের আস্থা ফেরাতে নেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রায় ২০০ অভিবাসীকে তারা উদ্ধার করেছে। ফ্রান্স সরকার উপকূলবর্তী এলাকায় পুলিশের অভিযান বাড়িয়েছে, তবে একবার নৌযাত্রা শুরু হলে তাদের বাধা দেওয়ার অনুমতি নেই।

প্রতিরক্ষামন্ত্রী হিলি স্কাই নিউজ ও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ফরাসিদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে তারা ‘কাজের ধরন পরিবর্তন’-এ সম্মত হয়েছে।

তিনি বলেন, আমরা চাই ফ্রান্স এখন থেকে জলে হস্তক্ষেপ করুক, বিশেষ করে অগভীর পানিতে, যা তারা এখনো করছে না।

চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্য উদ্ধৃত করে এএফপি জানিয়েছে।

এছাড়া এএফপি বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথটি অভিবাসীদের জন্য দিনদিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশংকা প্রকাশ করেছে।

অভিবাসন বিশেষজ্ঞরা জানান, ২০২৫ সালে অভিবাসন প্রবণতা আবারও ঊর্ধ্বমুখী, যা ইউরোপ ও যুক্তরাজ্যের রাজনৈতিক ও মানবিক চ্যালেঞ্জকে সামনে নিয়ে আসছে। কঠোর নীতিমালার ঘোষণা সত্ত্বেও চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা কমছে না, বরং নতুন উচ্চতায় পৌঁছেছে।