শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

5898

politics

প্রকাশিত

০২ জুন ২০২৫ ১৩:৪০

আপডেট

০২ জুন ২০২৫ ১৪:০৩

রাজনীতি

দুটি হত্যাসহ তিন মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর

প্রকাশ: ০২ জুন ২০২৫ ১৩:৪০

ফাইল ছবি

ইএন ডেস্ক: নারায়ণগঞ্জে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন গার্মেন্টসকর্মী মিনারুল ইসলাম (২৯)। পরে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আইভী ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

ওই একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন রিকশাচালক মো. তুহিন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজী, সেলিনা হায়াৎ আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া একই দিনের ঘটনায় হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় নিহতের বাবা দুলাল হোসেন বাদী হয়ে আইভীসহ ৬৯ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেন। এ মামলায় সেলিনা হায়াৎ আইভী ৯ নম্বর আসামি।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।