শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

6403

international

প্রকাশিত

১৯ জুন ২০২৫ ২২:৩৫

আন্তর্জাতিক

ইরান ইস্যু

সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ট্রাম্পকে স্টারমারের আহ্বান

স্টারমার বলেছেন, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ

প্রকাশ: ১৯ জুন ২০২৫ ২২:৩৫

ছবি- গুগল

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

তিনি সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে এখন ‘সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে এবং কূটনৈতিক সমাধানই একমাত্র পথ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টারমার বলেন, 'আমরা এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছি। আমার মতে, সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান কেবল সংলাপের মধ্য দিয়েই সম্ভব।'

এমন এক সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য এলো, যখন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফরের উদ্দেশ্য- যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে শান্তিপূর্ণ ও সমন্বিত কৌশল নিয়ে আলোচনা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসবেন ডেভিড ল্যামি। সেখানে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারমাণবিক চুক্তি এবং সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনাগুলো নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।

বৃটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- সংঘাত নয়, সংলাপের মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করা যায়।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বিশ্বের নিরাপত্তা, জ্বালানিবাজার ও আন্তর্জাতিক কূটনীতি- সবকিছুর উপরই প্রভাব ফেলছে। এমন প্রেক্ষাপটে কিয়ের স্টারমার নেতৃত্বাধীন যুক্তরাজ্যের ‘নতুন কূটনৈতিক ধারা’ আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিতে পারে।

এদিকে হোয়াইট হাউজ এখনো স্টারমারের মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি।

তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট এখনো সামরিক পদক্ষেপের সব অপশন খোলা রেখেছেন, যদিও তা এখনই কার্যকর করার পক্ষে নন।