
ছবি: সংগৃহিত।
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর ও অলিপুর এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টং দোকান, চায়ের স্টল, কাঠের ছাউনি ও বিভিন্ন স্থায়ী কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। তত্ত্বাবধানে ছিলেন সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সেনা সদস্য মোতায়েন ছিল।