
ছবি: সংগৃহিত।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ভাগ্য ফিরেছে বাংলাদেশের-টানা নয় ম্যাচে টসে হারা লিটন দাস অবশেষে ভাগ্যকে পাশে পেয়েছেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুটা করেছে বেশ আক্রমণাত্মকভাবে। প্রথম ওভারেই মেহেদী হাসানকে সামলাতে গিয়ে দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব মারমুখী ব্যাটিং শুরু করেন। ইনিংসের চতুর্থ বলেই ফখর জামান জীবন পান- তাসকিন আহমেদ শর্ট ফাইন লেগে তাঁর সহজ ক্যাচ ফেলে দেন। তখন ফখরের রান মাত্র ৪। ওভারের শেষ বলে চার মারেন সাইম আইয়ুব। প্রথম ওভারেই পাকিস্তান তুলে ফেলে ৯ রান।
তবে পরের ওভারে নিজের ভুলটা কিছুটা পুষিয়ে দেন তাসকিন।
দ্বিতীয় ওভারে বল হাতে এসে চার বলের মধ্যে সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান তিনি। ডিপ ফাইন লেগে ক্যাচটি তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। সাইম করেন ৪ বলে ৬ রান। তাসকিনের ওই ওভারে রান আসে ১০। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ ওভারে ১৯/১।
এই ম্যাচে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলা পেসার শরীফুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ।
প্রথম টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ
বাংলাদেশ- তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান- ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
এই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করে ফিরেছে টাইগাররা, আর পাকিস্তানের কাছে গত সফরে ৩-০ ব্যবধানে হেরে আসার পর আজকের ম্যাচ দিয়ে বদলার মিশন শুরু করতে চায় তারা। পাশাপাশি, সিরিজ জিতলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হতে পারে।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে শুরু থেকেই-কখনো ক্যাচ ছাড়ার হতাশা, কখনো তাৎক্ষণিক ঘুরে দাঁড়ানোর সাহস। শুরুটা যে রোমাঞ্চকর, তাতে সন্দেহ নেই।