শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7509

sylhet

প্রকাশিত

২০ জুলাই ২০২৫ ২৩:১৪

সিলেট

চুনারুঘাট

পাহাড়ি ঢলে ভেসে গেছে কাঠের ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ২৩:১৪

ছবি: সংগৃহিত।

টানা দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি এলাকার মাইজ গাঙ্গের ওপর নির্মিত কাঠের ব্রিজ (পুল) ভেসে গেছে।

রোববার (২০ জুলাই) ভোরে প্রবল পানির তোড়ে ব্রিজটি পাশের একটি ধানক্ষেতে গিয়ে আটকে পড়ে।

ব্রিজটি ভেসে যাওয়ায় রানীগাঁও গরমছড়িসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, চুনারুঘাটের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া পাহাড়ি ঢলের পানিতে এসব এলাকার নিম্নাঞ্চল, ফসলি জমি ও সবজি ক্ষেত ডুবে গেছে।

স্থানীয় এক শিক্ষার্থী বলেন 'সকাল বেলা হঠাৎ দেখি পুলটি আর নেই। পরে খবর পেয়ে গ্রামের লোকজন মিলে তা ধানক্ষেত থেকে তুলে এনে পাশে রাখেন। এই কাঠের ব্রিজই ছিল আমাদের গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা।'

তিনি আরও বলেন, 'এই ব্রিজ দিয়েই আমরা রানীগাঁও ইউপি অফিস, বাজার ও চুনারুঘাট শহরে যেতাম। এখন জরুরি প্রয়োজনে, এমনকি রোগী নিয়েও শহরে যাওয়া সম্ভব হচ্ছে না। চরম ভোগান্তিতে আছি আমরা সবাই।'

ব্রিজটি না থাকায় এলাকার মানুষ চুনারুঘাট বা রানীগাঁওয়ে গিয়ে প্রয়োজনীয় কাজ, চিকিৎসা সেবা বা কৃষিপণ্য বিক্রি করতে পারছেন না। ফলে বিপাকে পড়েছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

এলাকাবাসী দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। তাদের দাবি, বিকল্প রাস্তা বা সেতু না থাকায় বর্ষাকালে প্রতি বছরই এভাবে ভোগান্তি পোহাতে হয়। এবার যেন স্থায়ী সমাধান দেওয়া হয়।