সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার তারিখ জানালো পিএসসি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ২১:০২

ছবি: সংগৃহিত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনকারী বিভাগীয় প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার)।
ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।
এর আগে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ জুন আবেদন গ্রহণ শুরু হয়েছিল। তবে ৩০ জুলাই হঠাৎ করে আবেদন স্থগিত করা হয়।
পরবর্তীতে, ২০২৪ সালে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির অধীনে আবেদন শুরু হয় ১ জুলাই ২০২৪ এবং শেষ সময় ছিল ২৫ জুলাই। পরে আবেদন সময়সীমা প্রথমে ৮ আগস্ট এবং পরবর্তীতে ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
এতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৫০০ টাকা।
এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ১৫৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের মাধ্যমে আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কমিশন।