এলাকা ভিন্ন, মানুষ ভিন্ন; কিন্তু এসব এলাকার দাবিগুলো প্রায় একই রকম: এনসিপি’র সদস্য সচিব
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৫:৪৭

ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জের পদযাত্রা শুরুর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘দেশজুড়ে গত ২৫ দিনের পদযাত্রার ফলে ভিন্ন ভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের অত্যন্ত কাছে যাওয়ার সুযোগ হয়েছে। এলাকা ভিন্ন, মানুষ ভিন্ন; কিন্তু এসব এলাকার দাবিগুলো প্রায় একই রকম। জুলাই বিপ্লবের পর দেশের প্রশাসনিক সংস্কারের দাবি থাকলেও তার ছিটেফোঁটাও তৃণমূলে প্রতিফলিত হয়নি।’
তিনি জানান, ‘সারা দেশের মানুষ এখনো জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধন এবং পাসপোর্টের মতো মৌলিক নাগরিক সুবিধাগুলো হয়রানিমুক্তভাবে পাচ্ছেন না। এটা শুধু বর্তমান সরকারের ব্যর্থতা নয়; দীর্ঘদিন দেশ যে দুঃশাসনের মধ্যে ছিল, এটাই তার বাস্তব প্রতিফলন।’
এ সময় তিনি আরও বলেন, ‘মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে যেভাবে ফ্যাসিস্ট শক্তি অপপ্রচার চালিয়ে জনরোষ তৈরির চেষ্টা করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এরা প্রতিনিয়ত ‘জুলাই বিপ্লব’-এর পক্ষে থাকা সমমনা শক্তিকে কোনঠাসা করতে প্রতিটি ঘটনায় বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এরপর সুনামগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে এনসিপির সুনামগঞ্জ পদযাত্রা শুরু হয়।