শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7653

politics

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ১৬:৪০

আপডেট

২৫ জুলাই ২০২৫ ১৯:২৩

রাজনীতি

সিলেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র বিক্ষোভ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৬:৪০

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক সিদ্ধান্ত উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের চক্রান্তের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা সিলেটের কোর্ট পয়েন্টে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রামের পর বাংলাদেশ পূনরায় স্বাধীনতা অর্জন করে একটি বিপ্লবী সরকার গঠন করেছে। কিন্তু আজকের জুলাই মাসে এসেও অন্তর্র্বতীকালীন সরকার জাতির আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একটি দুঃসাহসিক দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করে মানবাধিকার রক্ষার নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হচ্ছে।

বক্তারা আরও বলেন, এই অফিসের মাধ্যমে দেশে সমকামিতা ও ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করার ষড়যন্ত্র চলছে, যা ইসলামি মূল্যবোধের সরাসরি পরিপন্থী। এ ধরনের চক্রান্ত দেশের স্বাধীনতা, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত। জমিয়তে উলামায়ে ইসলাম দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং উত্তর জেলা সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসেমী।

সমাবেশে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সভাপতি মাওলানা খয়রুল হোসেন, সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা আমিনুদ্দিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুতাওয়াকিল বিল্লাহ জালাল, মাওলানা সদরুল আমিন, হাফেজ আহমদ সগীর, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক এলএলবি, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলদার আহমদ, দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হাফিজ জাকির হোসাইন, সালাহ উদ্দিন, আবু তালহা তোফায়েল, মাহমুদুল হাসান নোমান, জামিল আহমদ, আবু হানিফা সাদি, গিয়াস উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে শেষ হয়।