শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7709

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ২১:১২

সিলেট

জাতীয় নির্বাচন

প্রস্তুত সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ২১:১২

ছবি: সংগৃহিত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহন সম্পন্ন করছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।

যেসব স্থানে বিশেষত, যেসব বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপন করা হবে সেইসব কেন্দ্রসমুহ সংস্কারেরও একটা পরিকল্পনা রয়েছে ইসি'র।

সিলেট অঞ্চলে আরো প্রায় ৪ লক্ষ ১০ হাজার নতুন ভোটার ভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করিয়েছেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম উপরোক্ত তথ্য উপস্থাপন করে জানিয়েছেন, প্রধান নির্বাচন কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট অঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তারা  প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে করা হয়েছে যা এখনও চলমান আছে।

সিলেট বিভাগে নতুন ভোটার হয়েছেন ৪ লক্ষ ৯ হাজার ২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৩০ জন। সিলেট সিটি করপোরেশন এলাকাসহ সদরে নতুন ভোটার হয়েছেন ২৮ হাজার ২১৬ জন।

সিলেট বিভাগে হালনাগাদ মোট ভোটার সংখ্যা ৮৬ লক্ষ ১১ হাজার ৯৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় হালনাগাদ মোট ভোটার হচ্ছেন ২৯ লক্ষ ৭৩ হাজার ৫৭২ জন; যার মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৬২৫ জন, নারী ভোটার ৬৬ হাজার ৯৫৬ জন এবং হিজড়া ভোটার ১ জন রয়েছেন। 

প্রবাসীদের ভোটাধিকার প্রদানের ব্যাপারে নির্বাচন কমিশন খুবই আন্তরিক এমনটা জানিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম জানান, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি মুলত: প্রধান নির্বাচন কার্যালয় দেখভাল করছে। এ ব্যাপারে কোন লিখিত নির্দেশনা আমরা এখনো পাইনি।

তিনি আরো জানান, নির্বাচনী তপশিল ঘোষণার আগ মুহুর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ভোটার হওয়া প্রত্যাশিতদের সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।