শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7691

national

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৭:১৪

জাতীয়

গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৭:১৪

ছবি: সংগৃহিত।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকায়  কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে পড়ায় বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কেউ আহত না হলেও বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল।

শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। গোমদণ্ডী স্টেশন অতিক্রম করার পর ট্রেনের একদম পেছনের বগির হুক ভেঙে গেলে তা ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ট্রেনটি সেখানে থেমে থাকার পর দুর্ঘটনাকবলিত বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের দিকে যাত্রা করে।

রেলওয়ে সূত্র জানায়, বিচ্ছিন্ন হওয়া গার্ড ব্রেক বগিতে সাধারণত ট্রেন পরিচালক বা গার্ড থাকেন, পাশাপাশি খাবার সরবরাহও থাকে এই বগিতে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে। চট্টগ্রামে পৌঁছানোর পর সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক জানান, দুর্ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগিটি অপসারণের কাজ করছে।

ঘটনার প্রভাব পড়ে চট্টগ্রাম স্টেশনেও। বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস ট্রেনের। তবে গোমদণ্ডী এলাকায় রেললাইন অবরুদ্ধ থাকায় বিকেল ৪টা পর্যন্তও ট্রেনটি ছাড়তে পারেনি।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘লাইনে একটি বগি পড়ে থাকায় পুরো রুট ব্লক হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চলাচল করতে পারবে না।’

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।