শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7743

jobs

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২১:১৪

চাকুরী

৪৮তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২১:১৪

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫- এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

মোট ৭০২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন ক্যাডারে ১৯১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ক্যাডারে ৫১১ জন রয়েছেন।

পিএসসি জানায়, প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৬ আগস্ট। এরপর ৭ ও ১০ আগস্টও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে BPSC Form-1 ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।

এই ফরমের সঙ্গে সব সনদের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

একইসঙ্গে মূল সনদপত্র সঙ্গে রাখতে হবে।

প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ করে এর ২ কপি বোর্ডে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।

প্রার্থীদের নিজ দায়িত্বে পিএসসির ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে হবে। সেখানে মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে উল্লেখ থাকতে হবে।

নির্ধারিত ফরম ও প্রাসঙ্গিক কাগজপত্র যথাযথভাবে জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন।

এই বিসিএস থেকে সরকার তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। পরীক্ষাটি ছিল ৩০০ নম্বরের মধ্যে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা।

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে পিএসসি।