শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7750

economics

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২২:২৪

অর্থনীতি

এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২২:২৪

প্রতীকী ছবি

দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন, সংকট কিংবা সম্ভাবনার সময়ে তাদের অবদান সবচেয়ে নির্ভরযোগ্য। চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে, জুলাইয়ের শেষে রেমিট্যান্সের অঙ্ক ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এটি হবে চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের একটি শক্তিশালী বার্তা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নই এ ধারাবাহিকতার মূল কারণ। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরে এসেছে।

এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে রেকর্ড প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছর শেষে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের বছর এ অঙ্ক ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, এক অর্থবছরে এত বড় অঙ্কের রেমিট্যান্স দেশের ইতিহাসে প্রথম। রেমিট্যান্সের এমন প্রবাহ শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভেই স্বস্তি আনেনি, বরং অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা ও টাকার বিপরীতে ডলারের জোগানেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রবাসীদের এই অব্যাহত ভালোবাসা, আত্মত্যাগ ও অবদানের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সম্মান জানানোর পাশাপাশি প্রণোদনা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।