শিরোনাম
ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7729

sylhet

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ১৭:০৭

সিলেট

নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ১৭:০৭

ছবি: ইমজা নিউজ

সিলেট মহানগরের জল্লারপাড় এলাকায় একটি শিশুর বোতল ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুইটি দোকানে সশস্ত্র হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা সুপার মার্কেটের চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করেন রাজন আহমদ নামে এক ব্যক্তি। তার শিশুসন্তান খেলার ছলে একটি খালি বোতল নিচে ফেলে দেয়, যা গিয়ে পড়ে নিচতলার রায়হান আহমদের মালিকানাধীন একটি দোকানের সামনে। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কথাকাটাকাটি।

রাজনের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিবেশী ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিলেও কিছু সময় পর রায়হান আহমদ ধারালো অস্ত্র হাতে এসে রাজন আহমদের মালিকানাধীন ‘লিজেন্ট’ এবং তার চাচার দোকান ‘ইম্প্রেশন’-এ ভাঙচুর চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছালেও অভিযুক্ত রায়হান সেখান থেকে পালিয়ে যান।

রাজন আহমদ বলেন, “এটি নিছকই একটি শিশু সংশ্লিষ্ট ছোট্ট ঘটনা ছিল। অথচ রায়হান সেটিকে রক্তক্ষয়ী পর্যায়ে নিয়ে গেছেন। তিনি একজন মাদকাসক্ত এবং আগেও একটি মারামারির মামলায় অভিযুক্ত। এখন আমি মামলা করতে থানায় যাচ্ছি।”

তিনি আরও জানান, “এ ঘটনার পর থেকে আমার পরিবার, আমার চাচা এবং ভাড়াটিয়া ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।