শিরোনাম
হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির

https://www.emjanews.com/

7733

sylhet

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ১৮:৩৩

আপডেট

২৭ জুলাই ২০২৫ ১৮:৫৩

সিলেট

জৈন্তাপুর

ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ১৮:৩৩

আটক হওয়া যুবকের নাম কিবরিয়া  আহমেদ (১৯)

ছদ্মবেশের অভিযানে ফের সফলতা পেয়েছে সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তারা ঘটনার একদিনের মাথায় ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে।

আটক হওয়া যুবকের নাম কিবরিয়া  আহমেদ (১৯)। সে উপজেলার বিরাখাই গ্রামের জমির উদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। গত শনিবার সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে। 

বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের ব্যাথায় কান্নাকাটি করে শিশুটি তার মাকে ঘটনার বর্ণনা দেয়। 

পরে রবিবার (২৭শে জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাকে গ্রেফতারের নির্দেশনা দেন।

পরে দুপুর ১:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিভিল পোষাকে ছদ্মবেশ ধারণ করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে  দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে তিনি জানান।

এর আগেও একাধিকবার এ থানা পুলিশ ছদ্মবেশের খুন ও ধর্ষনের আসামীকে আটক করে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে।