https://www.emjanews.com/

8580

sports

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ১৯:২৯

খেলাধুলা

ফেঞ্চুগঞ্জকে ৬-২ গোলে উড়িয়ে দিলো জৈন্তাপুর

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৯:২৯

ছবি: সংগৃহিত।

জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর অংশ হিসেবে রবিবার (১৭ আগস্ট) জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে ৬-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

টুর্নামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি কর্পোরেশনসহ ১৪টি দল অংশগ্রহণ করছে।

আগামী ১৮ আগস্ট বিকাল ৩:৩০টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।