https://www.emjanews.com/

8549

sports

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ২১:৫৭

খেলাধুলা

মেসির ভারত সফর চুড়ান্ত

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ২১:৫৭

ছবি: সংগৃহিত।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতের চারটি শহরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।

১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে শেষ হবে সফর।

সফরের সূচি অনুযায়ী, কলকাতায় দুই দিন এক রাত অবস্থান করবেন মেসি। সেখানে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’, বিশেষ খাবার ও চায়ের আয়োজন হবে।

এছাড়া ইডেন গার্ডেন্স বা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ অনুষ্ঠিত হবে।

কলকাতায় মেসির ২৫ ফুট উচ্চতা ও ২০ ফুট প্রস্থের একটি মূর্তিও স্থাপন করা হবে।

১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবেন।

১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হবে, পাশাপাশি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে।

মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন।

ভারতের তিন ক্রিকেট কিংবদন্তি- শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার সঙ্গে ‘গোট ক্যাপ্টেন’স মিট’ হতে পারে।

বলিউড তারকা আমির খান, রণভীর সিং ও টাইগার শ্রফও উপস্থিত থাকবেন।

সফরের সমাপ্তি হবে ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে, যেখানে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।