https://www.emjanews.com/

8582

sylhet

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৮

সিলেট

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৮

ছবি- সংগ্রহ

হবিগঞ্জ সদর হাসপাতালে রোববার দুদক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেলা সাড়ে ১১টার দিকে দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম হাসপাতালের সম্পূর্ণ চত্বর ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

উপপরিচালক মো. এরশাদ মিয়া জানান, “আমাদের কাছে অভিযোগ এসেছে হাসপাতালের অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাবারে অনিয়ম নিয়ে। তাই আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক পাওয়া গেলেও সকালের নাশতার পাউরুটিতে কোনো লোগো পাওয়া যায়নি। ফলে রুটির উৎস বা মেয়াদ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এই অভিযান স্বাস্থ্য প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে দুদকের তৎপরতার একটি অংশ বলে মনে করা হচ্ছে।