শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8730

jobs

প্রকাশিত

২১ আগস্ট ২০২৫ ২১:৫৫

চাকুরী

চাকরি ছাড়লেন বিসিএস শিক্ষা ক্যাডারের ছয় কর্মকর্তা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ২১:৫৫

ছবি: সংগৃহিত।

বিসিএস শিক্ষা (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয় কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এদের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ার কারণে পদত্যাগ করেছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী কর্মকর্তাদের আবেদনমাফিক তাদের নামের পাশে উল্লিখিত ক্যাডার/প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হয়েছে।

এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

পদত্যাগ করা কর্মকর্তারা ও তাদের নতুন দায়িত্ব-

মো. রেদোয়ানুল করিম কর- লক্ষ্মীপুর রায়পুর সরকারি কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ; সহকারী কর কমিশনার (নতুন ক্যাডার)।

মো. মাজহারুল ইসলাম- রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ; পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার।

বিদুর কুমার প্রাং- নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ, ইংরেজি বিভাগ; খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক।

মো. আলাউদ্দিন আকন্দ- সিরাজগঞ্জ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, গণিত বিভাগ; প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার।

শ্যামল মল্লিক- লক্ষ্মীপুর সরকারি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ; খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক।

মো. ইউসুফ আলী- হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, ইংরেজি বিভাগ; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগে প্রভাষক।