
ছবি: সংগৃহীত।
ভারত-পাকিস্তান ম্যাচে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই ভারত পাকিস্তানের ১২৭ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছে। শেষ ওভারের শুরুতে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেটে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন। এটি টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তার সর্বোচ্চ ইনিংস।
অন্যদিকে শিবম দুবে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।
এই জয়ে দুই ম্যাচে ভারতের দ্বিতীয় জয় নিশ্চিত হলো, আর পাকিস্তান দুই ম্যাচে প্রথম হারের মুখোমুখি হলো।