শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9554

sylhet

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

সিলেট

সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

ছবি: সংগৃহিত।

জেলা প্রশাসনের চিঠি বিলি করতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জায়কলসে কার- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)।

জানা যায়, দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারকের চাকরি করতেন । সরকারি ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সাথে থাকা ছব্দর আলী গরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরন করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান।

দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে (সুনামগঞ্জ-হ-১১-৬১৬১) জগন্নাথপুরে যাচ্ছিলেন ছমিরুল হক জুয়েল ও ছব্দর আলী। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বার প্লেটবিহীন প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল মারা যান এবং গুরুতর আহত হন শব্দর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ছব্দর আলীকে সিলেটে স্থানান্তর করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান ছব্দর আলী।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন স্পটেই মারা গেছেন আরেকজন কে গুরুতর আহত অবস্থায় সিলেট পাঠানোর সময় পথেই মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, দুজনই জেলা প্রশাসনের জারিকারক। তারা ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ারর পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। আমাদের এই দুই সহকর্মী অনেক কর্তব্যপরায়ন ছিলো। দুই সহকর্মীকে হারিয়ে আমরা শোকাহত।