
ছবি: সংগৃহিত।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে।
তবে ঘোষিত এক লাখ ৮২২ শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী না থাকায় প্রায় ৬০ হাজার পদ শূন্যই রয়ে গেছে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) এ নিয়োগ সুপারিশ প্রকাশ করে এনটিআরসিএ।
সংস্থাটি জানিয়েছে, শূন্য পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি ও নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থীর ঘাটতির কারণে সব পদ পূরণ সম্ভব হয়নি। এজন্য একটি নতুন সুপারিশমালা তৈরি করা হয়েছে, যা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ’মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যায়। এ সমস্যার সমাধানে একটি সুপারিশমালা প্রস্তুত করেছি। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
সংস্থাটি আরও জানিয়েছে, কিছু বিষয়ে পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি থাকায় সবার নিয়োগ সম্ভব হয়নি। মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন, পিছিয়ে থাকা প্রার্থীরা বাদ পড়েছেন।