শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8804

jobs

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৫ ২০:১৩

চাকুরী

এনটিআরসিএ

যে প্রক্রিয়ায় পূরণ হবে শূন্য ৬০ হাজার পদ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ ২০:১৩

ছবি: সংগৃহিত।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে।

তবে ঘোষিত এক লাখ ৮২২ শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী না থাকায় প্রায় ৬০ হাজার পদ শূন্যই রয়ে গেছে।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) এ নিয়োগ সুপারিশ প্রকাশ করে এনটিআরসিএ।

সংস্থাটি জানিয়েছে, শূন্য পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি ও নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থীর ঘাটতির কারণে সব পদ পূরণ সম্ভব হয়নি। এজন্য একটি নতুন সুপারিশমালা তৈরি করা হয়েছে, যা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ’মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যায়। এ সমস্যার সমাধানে একটি সুপারিশমালা প্রস্তুত করেছি। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

সংস্থাটি আরও জানিয়েছে, কিছু বিষয়ে পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি থাকায় সবার নিয়োগ সম্ভব হয়নি। মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন, পিছিয়ে থাকা প্রার্থীরা বাদ পড়েছেন।