ছবি: সংগৃহীত।
এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে বাংলাদেশকে হতাশার স্বাদ নিতে হলো।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।
প্রথম কোয়ার্টারে জমাট রক্ষণভাগের কারণে মালয়েশিয়া বারবার সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। তবে ২৪ মিনিটে আশ্রান হামসানির গোলে সমতায় ফেরে মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণাত্মক খেলায় নামলেও গোল পায় মালয়েশিয়া। ৩৫ মিনিটে আখিমুল্লাহর গোলে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর বাংলাদেশ মরিয়া হয়ে আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয়। বরং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল হজম করে স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ।
র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে (মালয়েশিয়া ১২তম, বাংলাদেশ ২৯তম)। এর আগেও বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজ দলের। ২০২২ এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে ৮-১ ও ২০১৮ এশিয়ান গেমসে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তবে এবারের এশিয়া কাপে খেলার সুযোগটা আসে পাকিস্তান সরে দাঁড়ানোর পর। এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
১৯৮২ সালে এশিয়া কাপ শুরুর পর এবার ১১তম বার খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত সেরা সাফল্য পঞ্চম স্থান। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, চায়নিজ তাইপে ও পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
আগামীকাল (৩০ আগস্ট) দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
                        
                        