শিরোনাম
আসন্ন নির্বাচনে সেনা,নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

https://www.emjanews.com/

9023

politics

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৫ ২২:৩৭

রাজনীতি

‘জয় বাংলা’ বলে জাপার হামলা: অভিযোগ গণঅধিকার পরিষদের

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ ২২:৩৭

ছবি: সংগৃহিত।

রাজধানীর কাকরাইলে শুক্রবার জাতীয় পার্টি (জাপা) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, অনতিবিলম্বে জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করতে হবে এবং দায়ীদের বিচার করতে হবে। তাদের ভাষ্য, যদি বিচার না করা হয়, তবে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ তাদের বিচার করবে।

অপরদিকে জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিলের নেতাকর্মীরাই তাদের ওপর হামলা করেছে।

সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি।”

এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।