শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

9299

politics

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬

রাজনীতি

ক্লিন ইমেজওয়ালা আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬

ছবি: সংগ্রহ

আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কোনো এলাকায় যদি জাপার তুলনায় ভালো ও গ্রহণযোগ্য প্রার্থী পাওয়া যায়, যার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং সহিংসতায় সম্পৃক্ততা নেই, তবে তাকেও মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সমর্থক হলেও তিনি যদি ক্লিন ইমেজের অধিকারী হন, তাহলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে মনোনয়ন পেতে কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, “আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে কাটিয়ে উঠতে এটি একটি বাস্তব পদক্ষেপ। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন আছে, সেসব জায়গায়ও যদি ক্লিন ইমেজের নেতা জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে তারাই মনোনয়ন পাবেন।”

বিএনপির দিকে ইঙ্গিত করে জাপার এই নেতা বলেন, গণতন্ত্র রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ রাজনীতি টিকিয়ে রাখতে বিএনপিকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অন্যথায় বিএনপি একা হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, “আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি না থাকে, তবে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণধিকার পরিষদ একদিকে এবং কেবল বিএনপি অন্যদিকে থাকলে নির্বাচন একপেশে হয়ে যাবে। এ ধরনের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।”

মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপিকে বিপদে ফেলতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। এর মধ্য দিয়ে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে।”

কর্মী সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।