শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9401

surplus

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩

অন্যান্য

প্রবাস থেকে ভাঙা স্বপ্ন নিয়ে অবশেষে পরিবারের কাছে মুজিবুর রহমান

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯

ছবি: সংগৃহীত।

ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র ২৮ বছর বয়সে মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার মুজিবুর রহমান। স্বপ্ন ছিল পরিবারের দারিদ্র্য ঘোচানোর। কিন্তু প্রবাসের মাটিতে গিয়ে সে স্বপ্ন ভেঙে চুরমার হলো।

মালয়েশিয়ায় কর্মস্থলে এক দুর্ঘটনায় গুরুতর মাথায় আঘাত পান মুজিবুর। প্রচণ্ড রক্তক্ষরণে হারান স্বাভাবিক চলাফেরার ক্ষমতা। টানা নয় মাস কাটিয়েছেন হাসপাতালে, ট্রমার বিছানায়। এ সময় পাশে থাকতে পারেননি পরিবারের কেউ-শুধু অপেক্ষা আর উদ্বেগে দিন কেটেছে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের এ দুর্দশায় স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার। শেষমেশ তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ হাইকমিশনের কাছে আবেদন জানায় পরিবার। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে হাইকমিশন হাসপাতাল, মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আর্থিক সহায়তা প্রদান করে।

অবশেষে সোমবার (৮ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন মুজিবুর রহমান। বিমানে ওঠার আগেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেন এক অসহায় মানুষের দীর্ঘ যন্ত্রণার অবসান হলো।

দেশে ফিরে পরিবারের সদস্যদের চোখে জল আর মুখে কৃতজ্ঞতার ঝিলিক। এক আত্মীয় বলেন, ‘আমরা ভেবেছিলাম হয়তো আর কোনোদিন তাকে ফিরিয়ে আনতে পারব না। হাইকমিশন ও সরকারের সহযোগিতায় আজ তাকে আমাদের কাছে ফিরে পেয়েছি, এ আমাদের জন্য পরম স্বস্তি।’

বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, মানবিক সহায়তায় সবসময় পাশে থাকার অঙ্গীকার তাদের অব্যাহত থাকবে।

বিদেশে রোজগারের স্বপ্ন ভেঙে গেলেও মুজিবুর রহমান আজ পরিবারের কাছে ফিরে এসেছেন। হয়তো তিনি আর কখনো আগের মতো হাঁটতে পারবেন না, কিন্তু ভালোবাসার মানুষের সান্নিধ্যে ফিরে পাওয়া তাঁর জন্য নতুন জীবনের শুরু।