
ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকায় একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে তারা অবৈধভাবে কাজ করার সময় ধরা পড়েন।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ]‘অপ কুটিপ’ নামের অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২৭৪ জন স্থানীয় ও ৬০ জন বিদেশি ছিলেন। তল্লাশি শেষে ৫৫ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তারা বেশিরভাগই ওয়েটার ও রান্নার কাজে নিযুক্ত ছিলেন। বসরি জানান, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মীরা ফুড কোর্ট ঘিরে ফেলায় তারা ব্যর্থ হন।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে কেউ মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে কাজ করছিলেন, কেউ খণ্ডকালীন পারমিট থাকার পরও পূর্ণকালীন কাজ করছিলেন। এমনকি একজন অভিবাসী দুই বছরেরও বেশি সময় ধরে এই ফুড কোর্টে অবৈধভাবে কর্মরত ছিলেন।
ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারা অনুযায়ী, খণ্ডকালীন বা নির্দিষ্ট পারমিটের বাইরে কাজ করা গুরুতর অপরাধ। বসরি ওথমান বলেন, ‘কাজের অনুমোদন থাকলেও অন্য কোথাও কাজ করার বৈধ কারণ নেই।’
আটককৃতদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয়েছে।