নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কারকি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

ছবি: সংগৃহীত।
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে। রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, এই নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে শলাপরামর্শ করেছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রটির নাম প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে নেপালে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই দিনের ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। পরিস্থিতির চাপে গত মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
রয়টার্সকে এক সংবিধানবিশেষজ্ঞ জানিয়েছেন, জেন জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীরা কারকিকে সমর্থন করছে। আজ শুক্রবারই তাঁর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হতে পারে। এক জেন-জি সূত্র আরও জানায়, প্রেসিডেন্টের বাসভবনে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে জানতে প্রেসিডেন্টের দপ্তর ও সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।
২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় ভুগছে নেপাল। কর্মসংস্থানের অভাবে লাখো মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং রেমিট্যান্সই দেশের অর্থনীতির বড় অবলম্বন হয়ে উঠেছে।
এদিকে আজ শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুতে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। দোকানপাট খুলছে, সড়কে গাড়ি চলাচল করছে। পুলিশ সদস্যরা এখন বন্দুকের বদলে লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। যদিও কিছু সড়ক এখনও বন্ধ রয়েছে এবং সেনাসদস্যরা টহল দিচ্ছেন, তবে আগের তুলনায় তাঁদের উপস্থিতি কম।