শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9530

weather

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

আবহাওয়া

আসছে বৃষ্টি, থাকবে যতদিন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

ছবি: সংগৃহীত।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে এ বৃষ্টি হচ্ছে।

তবে দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ বাড়াতে পারে। এ মুহূর্তে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কম, এবং আগামীকাল শনিবার থেকে তা কমতে পারে।

চলতি মাসের শুরু থেকে বৃষ্টি কম থাকায় গরম বেড়েছে।

১ সেপ্টেম্বর সিলেটে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর পর বৃষ্টি কমে গরম বেড়েছিল।

গত দুই দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৪২ মিলিমিটার, আর ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, রাজধানীতে বৃষ্টি দুপুরের পর বাড়তে পারে, তবে খুব বেশি হবে না। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে রোববারের পর আবার বাড়তে পারে।

তবে বৃষ্টি কিছুটা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে গরম কমছে না, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি।

তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, সাম্প্রতিক লঘুচাপ এবং স্থল নিম্নচাপের কারণে প্রচুর জলীয়বাষ্প সৃষ্টি হয়েছে, যা বৃষ্টি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।