শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9547

international

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আন্তর্জাতিক

মিশরে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরাইলের, কায়রো সতর্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

ছবি: সংগৃহীত।

মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে। মিশর ইতোমধ্যেই ইসরাইলকে সতর্ক করে দিয়েছে যে, কোনো হামলা হলে তা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কায়রো তৎক্ষণাৎ কড়া জবাব দেবে।

লন্ডনভিত্তিক মিডিয়া ‘মিডল ইস্ট আই’ সূত্র জানায়, গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সময় মিশর ইসরাইলের একটি হত্যাচেষ্টা ভণ্ডুল করেছিল। সাম্প্রতিক সময়ে, ৯ সেপ্টেম্বর কাতারে হামাসের একটি ভবন লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়ারের ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

মিশরীয় কর্মকর্তারা ইসরাইলকে নির্দেশ দিয়েছেন যে, তাদের মাটিতে হামাস নেতাদের কোনো হামলা মেনে নেওয়া হবে না। এছাড়া তারা গাজায় যুদ্ধবিরতি আলোচনা ত্বরান্বিত করতে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, কিছু হামাস নেতা দীর্ঘদিন ধরে মিশরে বসবাস করছেন, যদিও তাদের সংখ্যা ও অবস্থান গোপন রাখা হয়েছে। মিশর ইতিমধ্যেই ৪০ হাজার সেনা গাজা সীমান্তে মোতায়েন করেছে, যাতে ফিলিস্তিনিরা সিনাইতে প্রবেশ করতে না পারে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থতার কারণে মিশর-ইসরাইল সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।