মিশরে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরাইলের, কায়রো সতর্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

ছবি: সংগৃহীত।
মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে। মিশর ইতোমধ্যেই ইসরাইলকে সতর্ক করে দিয়েছে যে, কোনো হামলা হলে তা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কায়রো তৎক্ষণাৎ কড়া জবাব দেবে।
লন্ডনভিত্তিক মিডিয়া ‘মিডল ইস্ট আই’ সূত্র জানায়, গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সময় মিশর ইসরাইলের একটি হত্যাচেষ্টা ভণ্ডুল করেছিল। সাম্প্রতিক সময়ে, ৯ সেপ্টেম্বর কাতারে হামাসের একটি ভবন লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়ারের ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
মিশরীয় কর্মকর্তারা ইসরাইলকে নির্দেশ দিয়েছেন যে, তাদের মাটিতে হামাস নেতাদের কোনো হামলা মেনে নেওয়া হবে না। এছাড়া তারা গাজায় যুদ্ধবিরতি আলোচনা ত্বরান্বিত করতে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, কিছু হামাস নেতা দীর্ঘদিন ধরে মিশরে বসবাস করছেন, যদিও তাদের সংখ্যা ও অবস্থান গোপন রাখা হয়েছে। মিশর ইতিমধ্যেই ৪০ হাজার সেনা গাজা সীমান্তে মোতায়েন করেছে, যাতে ফিলিস্তিনিরা সিনাইতে প্রবেশ করতে না পারে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থতার কারণে মিশর-ইসরাইল সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।