গাজার ১২ লাখ ফিলিস্তিনিকে শহর ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েল
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

ছবি: সংগৃহীত।
ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। শহরে ক্রমবর্ধমান বিমান হামলা এবং স্থল অভিযানের কারণে স্থানীয়রা দক্ষিণের আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্প অঞ্চলে সরার জন্য বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি জানিয়েছেন, আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যেই শহর ত্যাগ করেছে এবং বাকিদেরও দ্রুত স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেছেন, হামাসকে পরাস্ত করার লক্ষ্যে অভিযান সম্প্রসারণ করা হচ্ছে এবং স্থানান্তরিতদের যথাযথ মানবিক সহায়তা দেওয়া হবে।
ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই পদক্ষেপ মূলত গাজা শহর খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া জানিয়েছে, এখনও ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে। তারা আরও উল্লেখ করেছেন, আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলে ১.৭ মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে, যেখানে হাসপাতাল, অবকাঠামো এবং মৌলিক সেবার ঘাটতি রয়েছে।
এই হামলা ও স্থল অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ নামের সামরিক অভিযানের অংশ, যা ৩ সেপ্টেম্বর শুরু হয়। অভিযানের লক্ষ্য হলো গাজা সিটি সম্পূর্ণভাবে দখল করা। তবে এ পরিকল্পনা ইসরায়েলের ভিতরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ এতে সৈন্য ও বন্দিদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
এ পর্যন্ত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এক ধরনের ক্ষুধার্ত অবস্থা তৈরি হয়েছে, যা কমপক্ষে ৪১৩ জনের প্রাণহানি ঘটিয়েছে; নিহতদের মধ্যে ১৪৩ জন শিশু রয়েছেন।