কাবাডি সিলেটে জোনের প্রথম দিনের খেলায় সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ দল বিজয়ী
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০১
                                                            ছবি: সংগৃহীত।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা’র সুরমা জোন (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ফেনী ও চাঁদপুর জেলা) এর উদ্বোধন হয়েছে ।
মঙ্গলবার বিকাল ০৩.০০ টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, উপশহর, সিলেট এর অভ্যন্তরে অবস্থিত জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রঙ-বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত ও আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম, সাবেক ক্রীড়াবিদ মহসিন আহমদ ও আমিনুল হক লিটন প্রমুখ।
মঙ্গলবারের ম্যাচসমূহের ফলাফল :
জাতীয় কাবাডি (পুরুষ) :
১ম ম্যাচে সিলেট জেলা কাবাডি দল ৬৫-২২ পয়েন্টে ফেনী জেলা কাবাডি দলকে হারিয়ে বিজয়ী হয়।
২য় ম্যাচে মৌলভীবাজার জেলা কাবাডি দল ৬৭-২২ পয়েন্টে সুনামগঞ্জ জেলা কাবাডি দলকে হারিয়ে বিজয়ী হয়।
জাতীয় কাবাডি (নারী) :
১ম ম্যাচে হবিগঞ্জ জেলা কাবাডি দল ৭২-০৩ পয়েন্টে সুনামগঞ্জ জেলা কাবাডি দলকে হারিয়ে বিজয়ী হয়।  
                        
                        