সুরমা জোন
সিলেটে জাতীয় কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩
                                                            ছবি: সংগৃহীত।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতার সুরমা জোনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেটের উপশহরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সারওয়ার আলম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফি, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম, সিলেট জেলা সহকারী ফুটবল কোচ খালেদ আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয মৌলভীবাজার জেলা, এবঙ রানার-আপ সিলেট জেলা; নারী বিভাগে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা, এবঙ রানার-আপ হয় হবিগঞ্জ জেলা।
এছাড়া সেরা রেইডার (নারী) হবিগঞ্জের তাসনিয়া আক্তার ( জার্সি ৪), সেরা রেইডার (পুরুষ): সিলেটের শাহিন আহমদ ( জার্সি ৪); সেরা ক্যাচার (নারী) হন ব্রাহ্মণবাড়িয়ার নাসিমা আক্তার ( জার্সি ৭), সেরা ক্যাচার (পুরুষ): মৌলভীবাজারে তাজউদ্দিন ( জার্সি ১)।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (নারী): ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা আক্তার (জার্সি ১১), সেরা খেলোয়াড় (পুরুষ): মৌলভীবাজারে রায়হান আহমদ (জার্সি ৮)।
                        
                        