শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9773

politics

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

রাজনীতি

সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

ছবি: সংগৃহীত।

সিলেটে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমআ সিটি করপোরেশন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে ৬ দফা দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ‘দেশের ছাত্রজনতা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।;

তিনি খুনি ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

তিনি আরও বলেন, ‘জনপ্রত্যাশার বিপরীতে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, অথচ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি উপেক্ষিত হচ্ছে।’

এ ঘটনায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা শাখার পরিচালক এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল।

নগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- সিলেট জেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, ডা. ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানি, ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, মহানগর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, শিক্ষা সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান কবির ডালিম প্রমুখ।