শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9802

politics

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১

রাজনীতি

মৌলভীবাজারে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, উৎসবের আমেজ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১

ছবি: সংগৃহীত।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সংবিধানের দোষ নেই, দোষ হচ্ছে যারা দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে এবং জনগণকে বাদ দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জা করে দেশ শাসনের চেষ্টা করেছে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি হলরুমে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ আরও বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ ও লালনের মধ্য দিয়ে। দল সবসময় জনগণের উন্নয়নকে কেন্দ্র করে সংস্কার করেছে।’

তিনি উল্লেখ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিতকরণ, নারীদের শিক্ষায় বিনা বেতনে বই বিতরণ ও উপবৃত্তি চালু- এসব উদ্যোগ বিএনপির নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও আব্দুল মুকিত।

পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

প্রথম অধিবেশন শেষে বিকেল চারটার দিকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এসময় গোপন ব্যালটে পৌর বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা চলছিল।