
ছবি: সংগৃহীত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আবদুল্লাহ এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সরকারী মাধ্যমিক শিক্ষক পরিবার সিলেট অঞ্চলের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সরকারী অগ্রগ্রামী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগমের সভাপতিত্বে ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য দেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবুল খায়ের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান খানম চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূচরিতা দাস, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ফারুক আহমদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো: তাজুল উসলাম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ন.ম সুফিয়ান, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম দস্তগীর সহ প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ ও সিলেটের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বিভিন্ন ইউনিট, জেলা ও অঞ্চল নেতৃবৃন্দ।
মানপত্র পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শওকত হোসেন। এরআগে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মো: আবদুল জব্বার, গীতা পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিভাস রঞ্জন দাস।