শিরোনাম
লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া

https://www.emjanews.com/

9909

national

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

ছবি: সংগৃহীত।

পাঠাভ্যাসে মানুষকে আরও সম্পৃক্ত করতে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে শুরু হলো বিশেষ উদ্যোগ ‘বই এর জন্য ৬০ মিনিট’।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরে আলোচনা সভায় যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন ঘোষণা করেন।

বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন বলেন, ‘বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। চিন্তার পরিধি বিস্তৃত করতে, সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যদি নিয়মিত বই পড়ার সঙ্গে যুক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রতিদিন অন্তত এক ঘণ্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়তে উৎসাহিত হবেন। এ উদ্যোগ শুধু পাঠাভ্যাসই নয়, লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত করবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার এই লাইব্রেরি বহু পুরোনো বই দিয়ে সমৃদ্ধ। পাঠকদের জন্য নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে, ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে, বাকিগুলো শিগগিরই শেষ হবে।

লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন উদ্যোগটিকে সময়োপযোগী ও ইতিবাচক বলে স্বাগত জানান।

পরে বিভাগীয় কমিশনার লাইব্রেরির নির্মাণাধীন দৃষ্টিনন্দন প্রবেশপথ পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। তিনি লাইব্রেরি চত্বরে কাঠগোলাপের চারা এবং জেলা প্রশাসক শিউলি ফুলের চারা রোপণ করেন।

লাইব্রেরি পরিদর্শন শেষে ড. জিয়াউদ্দীন পরিদর্শন খাতায় মন্তব্য লিপিবদ্ধ করেন।