ছবি: সংগৃহীত।
প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া অফিস, পড়াশোনা বা বিনোদন-কিছুই কল্পনা করা যায় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পিসির গতি ধীর হয়ে যায়, যা কাজের গতি ব্যাহত করে এবং ব্যবহারকারীর ভোগান্তি বাড়ায়। ফোনের মতো ঘন ঘন কম্পিউটার পরিবর্তন সম্ভব না হলেও কিছু সহজ কৌশল মেনে চললে পুরোনো পিসিও নতুনের মতো দ্রুত হয়ে উঠতে পারে। নতুন কেনা পিসি ধীর মনে হলেও এই টিপসগুলো কাজে লাগাতে পারেন।
হার্ডডিস্ক পরিষ্কার রাখুন
হার্ডডিস্কে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ইনস্টলার বা অফলাইন ওয়েব পেজ কম্পিউটারকে স্লো করে দেয়। এগুলো মুছে ফেলতে Start → Disk Cleanup চালু করুন। নিয়মিত পরিষ্কার করলে জায়গা খালি হবে এবং পিসির গতি বাড়বে।
অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন
অপ্রয়োজনীয় সফটওয়্যার শুধু জায়গা দখলই করে না, বরং র্যামের উপর চাপ ফেলে। এজন্য Windows Start → Apps and Features থেকে প্রয়োজনহীন অ্যাপ আনইনস্টল করে ফেলুন।
স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন
পিসি চালুর সঙ্গে সঙ্গে অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়। এগুলো বন্ধ করতে Ctrl + Shift + Esc → Task Manager → Startup Tab এ গিয়ে Disable করে দিন।
সার্চ ইনডেক্সিং বন্ধ করুন
যদি ঘন ঘন ফাইল সার্চ করার প্রয়োজন না থাকে, তবে Search Indexing বন্ধ রাখুন। এতে কম ক্ষমতার কম্পিউটারও দ্রুত চলবে।
ভাইরাস ও ম্যালওয়্যার চেক করুন
ভাইরাস বা ম্যালওয়্যার পিসিকে ধীর করে দেয়। এজন্য উইন্ডোজ ডিফেন্ডার বা Malwarebytes Anti-Malware ব্যবহার করে নিয়মিত চেক করুন।
থিম ও অ্যানিমেশন এড়িয়ে চলুন
অ্যানিমেটেড ওয়ালপেপার বা ভারি থিম ব্যবহার করলে সিস্টেম ধীর হয়ে যায়। এগুলো ব্যবহার না করাই উত্তম।
রিসাইকেল বিন খালি রাখুন
অপ্রয়োজনীয় ফাইল রিসাইকেল বিনে জমতে দেবেন না। নিয়মিত খালি করলে স্টোরেজ ফাঁকা থাকবে এবং গতি বাড়বে।
এসএসডি ব্যবহার করুন
পুরোনো কম্পিউটারে হার্ডডিস্কের পরিবর্তে SSD (Solid State Drive) ব্যবহার করলে গতি কয়েকগুণ বেড়ে যাবে। বিশেষ করে ভারি সফটওয়্যার যেমন ফটোশপ, ভিডিও এডিটিং টুল অনেক দ্রুত লোড হবে।
অতিরিক্ত ট্যাব বন্ধ রাখুন
একসঙ্গে অনেকগুলো ব্রাউজার ট্যাব খোলা থাকলে পিসি ধীর হয়ে যায়। প্রয়োজন ছাড়া ট্যাব খোলা রাখা থেকে বিরত থাকুন।
অতিরিক্ত টিপস
মাসে অন্তত একবার পিসির ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।
নিয়মিত ব্রাউজারের হিস্টোরি ও কুকিজ ডিলিট করুন।
অপ্রয়োজনীয় টিপস ও নোটিফিকেশন বন্ধ রাখুন।
                        
                        