শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

10330

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৫ ১৯:১৯

সিলেট

সিলেট-২ আসনে ‘লুনা’ ছাড়া আর কাউকে প্রার্থী মানতে নারাজ বিশ্বনাথ বিএনপি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ ১৯:১৯

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ছাড়া আর কাউকে বিএনপির প্রার্থী মানতে নারাজ বিশ্বনাথ বিএনপি। তাই তাহসিনা রুশদীর লুনাকে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীতার দাবিতে পৌর শহরে লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এই মিছিল ও সমাবেশ করেছেন। যৌথসমাবেশে তারা ইলিয়াসপত্নী লুনা ছাড়া আর কাউকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মানবেন না বলে ঘোষণা দিয়েছেন।

দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের এক যৌথ সভায় এ ঘোষণা দেয়া হয়।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পৌরশহরে মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য clন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, দেওকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর কৃষকদলের আহবায়ক নুর মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম-আহবায়ক শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, পৌর শ্রমিকদলের আহবায়ক শানুর আলী, উপজেলা মহিলাদলের আহবায়ক লাভলি বেগম, পৌর মহিলাদলের আহবায়ক নুরুননাহার ইয়াসমিন, খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সহসভাপতি জমির আলী, দেওকলস যুবদলের সহসভাপতি নুরুল হক, শিপন আহমদ, পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি দুলাল আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির আহমদ।