শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

13126

surplus

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ২১:৩৩

অন্যান্য

গোলাপগঞ্জ কুশিয়ারা ডিগ্রি কলেজে নবীন বরণ

‘তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মেধার রাজ্যে বিচরণ করতে হবে’-অধ্যাপক নজরুল ইসলাম

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ২১:৩৩

ছবি: সংগৃহীত

সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, ‘আজকের তরুণ শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তাদের দিকে তাকিয়ে আছে দেশ ও জাতি। রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মেধার রাজ্যে বিচরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থার প্রসার ও বিস্তারে প্রবাসীদের মহৎ উদ্যোগ প্রজন্মকে আরো বেশী উৎসাহিত করবে। মেধাবী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার শপথ নিতে হবে।’

তিনি শনিবার (১৭ জানুয়ারী) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজের আজীবন দাতা ও দাতা সদস্যগণের সম্মাননা প্রদান এবং নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, ১০নং উত্তর বাদেপাশা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইশতিয়া আলম রাসেল ও কলেজ গভণিং বডির সাবেক সভাপতি নীহার রঞ্জন দাস।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মো. বোরহান উদ্দিন, গীতা পাঠ করেন রুপশ্রী দে, অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া খাতুন নীলা ও জাহেরা আক্তার কলি।

দাতাদের পক্ষ থেকে বক্তব্য দেন, ইসলাম উদ্দিন জনি (যুক্তরাজ্য প্রবাসী), মাস্টার নাজিম উদ্দিন (যুক্তরাজ্য প্রবাসী), এম. এ বাছিত (যুক্তরাজ্য প্রবাসী), শাহ আলম (ফ্রান্স প্রবাসী), আক্তার হোসেন (ফ্রান্স প্রবাসী), মোহাম্মদ লোকমান উদ্দিন (কলেজের অন্যতম উদ্যোক্তা, আজীবন দাতা, বর্তমান গভর্ণিং বডির সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী), এজেএম হাবিবুস সামাদ (যুক্তরাজ্য প্রবাসী)।

এছাড়া গভর্ণিং বডির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন রশিদ আহমেদ মুন্না, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস বাপ্পি, ডিগ্রি ৩য় বর্ষ, ফারিয়া খাতুন নীলা, দাদশ শ্রেণি, নবীনদের পক্ষে বক্তব্য দেন একাদশ শ্রেণির আফসানা আক্তার মিমি ও সুলেমান হোসেন।