ছবি: সংগৃহীত।
সিলেট জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের সময় পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের প্রবীণ সমাজসেবক রিয়াজ আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় নিজ গ্রামের জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন সিরাজুল ইসলাম সিরাজ।
ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে তাকে জানাজায় উপস্থিত করা হয়। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর বিকেল ৩টার দিকে আবারও তাকে সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানাজার আগে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাজাস্থলে উপস্থিত হয়ে সিরাজুল ইসলামের শিশুকন্যা রোহাইমা ইসলাম রিহা (৮) বাবাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, গত বছর ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাভোগ করছেন সিরাজুল ইসলাম সিরাজ।
বাবার জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
