https://www.emjanews.com/

10978

surplus

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১২:৪১

অন্যান্য

আজকের পর থেকেই বাতিল হবে অতিরিক্ত সিম

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১২:৪১

ছবি: সংগৃহীত।

একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের এনআইডির বিপরীতে নিবন্ধন রাখতে পারবেন। যদি কারও নামে ১০টির বেশি সিম থাকে, তাহলে তিনি বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নিজের পছন্দের ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্ট্রার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

নির্ধারিত সময় শেষে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করেন, তবে বিটিআরসি দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা প্রবেশ করিয়ে তথ্য যাচাই করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে জন্য তারা সময়সীমার মধ্যে নিজ নিজ সিম যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।