ছবি: সংগৃহিত
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (এলজিইডি’র) বিভিন্ন উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে ঠিকাদার ও উপ-সহকারি প্রকৌশলীদের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছেন সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই মিটিং অনুষ্ঠিত হয়।
ঠিকাদারদের উদ্দেশ্যে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘কোনো কাজ ফেলে রাখা যাবেনা। কাজগুলো চলমান রাখতে হবে। আর যে কাজগুলো বন্ধ রয়েছে সেই কাজগুলো আগামী ১০ দিনের মধ্যে বাস্তবায়ন কার্যক্রম শুরু করার নির্দেশনা দিলে ঠিকাদারগন ওয়াদাবদ্ধ হন। আর এই ম্যানেজমেন্ট মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) কেএম ফারুক হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আবু সাঈদ, সহকারী প্রকৌশলী মোঃ শুভন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফাইজুল ইসলাম, অনুপ কুমার প্রামানিক ও মেসার্স কুশিয়ারা ট্রেডিং, মুস্তফা আহমদ, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ও হাবিবুল্লাসহ আরও অনেকে।
