কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধে উদ্বেগ প্রকাশ
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ২০:০৭
ছবি: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের পক্ষ থেকে তার কারাবন্দি থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনও সুস্থ ও বেঁচে আছেন কি না।
কাসিম বলেন, 'আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাত বন্ধ রাখা হয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়েছে। প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।'
পরিবার দীর্ঘদিন ধরে ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার কাছে পাঠানোর চেষ্টা করছে, তবে এক বছরের বেশি সময় ধরে কোনো চিকিৎসা বা পরীক্ষা করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, শারীরিকভাবে ইমরান ভালো আছেন। তবে উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
৭২ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। তিনি দাবী করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনে করছে, এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। কাসিম বলেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, কারণ তারা দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে ভয় পান।
কাসিম ও তার বড় ভাই সুলেইমান ঈসা খান বর্তমানে লন্ডনে থাকেন এবং পাকিস্তানের রাজনীতিতে সরাসরি তাদের কোনো সম্পৃক্ততা নেই।
